০৯ নভেম্বর ২০২১

সানি সরকার




৭ নভেম্বরের কবিতা 
 


পথের ওপর যে মানুষটি দাঁড়িয়ে আছে 
যাঁর বনে যাওয়ার কথা ছিল, বরফের ওপর 
শুয়ে থাকার কথা ছিল, বন ও বরফ ওঁকে নেয়নি 


তাঁর হাতে 
      বাঁশি
     লণ্ঠন 
     চোখের ভেতর দীর্ঘ রোড ম্যাপ 

মৃত্যুর কাছে দু'হাত বাঁধা 

হাসতে হাসতে 
রাস্তা দেখছে সে
হাসতে হাসতে 
বৃক্ষটির দিকে তাকিয়ে আছে 

এইখানে 
পৃথিবী থেমে যেতে পারত 
কিন্ত না 
মানুষটি কখন বৃক্ষ হয়েছে 
বৃক্ষটির সঙ্গে বৃক্ষটির পৃথিবীর একটিই নাড়ীর বাঁধা  

তাই এইখানে প্রাণজ্যোতি 
তৃপ্ত মাছের মতো খলবল করে সবসময় 

আমাদের ইরা এইসব দেখছে 
সুন্দর ও সৌন্দর্য চিনে নেয় নিজের মতন করে 
আমরা হাতে হাত রেখে চুপচাপ দেখছি পান করছি 
জল 
আর প্রেমের নৌকোয় প্রেমের ভেতর 
অনন্ত সুগন্ধি ঢেউ আছড়ে পড়ছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much