চলছে নতুন ধারাবাহিক উপন্যাস "উদাসী মেঘের ডানায়"
লেখাটি পড়ুন এবং অন্যদের পড়তে সহযোগিতা করুন লেখককের মনের অন্দরমহলে জমে থাকা শব্দগুচ্ছ একত্রিত হয়েই জন্ম লেখার।
আপনাদের মূল্যবান কমেন্টে লেখককে লিখতে সহযোগিতা করবে।
উদাসী মেঘের ডানায়
( ২৪ পর্ব )
জীবনটা ভাঙা,গড়ার খেলার মৌন মুখর হয়ে ওঠে
কখন অবিশ্বাসের ঝড়ের দাপটে টুকরো টুকরো
হয়ে উড়ে যায় সব স্বপ্ন আশা,ভরসার আশ্রয় টুকু আপ্রাণ চেষ্টা করলেও ঝড়ে উড়ে যাওয়া ছাউনিটা শক্ত করে ধরে রাখতে চাইলেও আঘাতে কখন অজান্তে ছুটে যায় তখন আর ফিরে দেখা, হয়না।
আবার কেউ ব্যাস্ত নিপুন হাতের ছোঁয়ায় নতুন একটি
ছাদ মাথার উপরে একমাত্র ভালোবাসার ভরসার গড়া ছাদের। পৃথিবীটাই যেনো রঙ্গমন্ঝের এক নাট্যশালা
জীবনের কত অজানা গল্প লুকিয়ে থাকে ইটের প্রাচীরের ভিতর,কতযে আর্তনাদ জমে ওঠ দেয়ালে দেয়ালে কেইবা কার খবর রাখে।
একটা খবরই থাকে বিশ্বজুড়ে সেটা নারীদের কত রকমের দোষ আছে খুটিয়ে বের করা।
কারো,সব থেকে ও একা, কারো সব থেকো ও মর্ম বুঝেনা।সামিয়া একা এক মানুষ নারী আজ একা হয়েও,মুছে যায়নি তার নাড়ির বন্ধনের অপার এক গন্ধ তা কেবলই মাতৃত্বের এখানেই নারীর জয় আর সেই জয়কে আগলে রেখে আজ একাই পথ চলতে,হবে।কতটা পথ হাঁটতে হবে তার শেষইবা কোথায় হয়তোবা জানা নেই,।তার হৃদয়ে যে শক্তির আগুন জ্বলে উঠেছে অন্যায়ের প্রতিবাদি সেই আগুনের সাথে লড়াই করে বাঁচার যা দেখে আরও নারীরা যেনো বাচাঁতে পারে অপমান অপবাদের বিরুদ্ধে।হঠাৎ করে বদলে যাওয়া এক হাসিখুশি সামিয়াকে বদলে দিয়েছে কতটা কঠিন করে তুলেছে
তাকে এ সমাজ,সংসার, কাজই যেনো তার জীবন
এযেনো এক অন্য সামিয়া ভুলে গেছে হাসতে কোথায় স্বপ্ন আবেগ সব কিছু আজ অতীত তাকে দাঁড়াতে হবে
একা একেবারেই একা।
সামিয়ার ভাবনার অতলে হারিয়ে যেতে যেতে তৃষ্ণার
ডাকে চমকে উঠলো
তৃষ্ণা- কি ভাবছো সামিয়া, তোমাকে নিষেধ করেছিনা এভাবে মনমরা থেকোনা অসুস্থ হয়ে যাবে।
সামিয়া- নারে বেঁচে থাকার কথাই ভাবছি, এবারের
লড়াইটা একা টিকে থাকার লড়াই, আমারটা দেখে
আগামি প্রজন্ম ও শিখতে পারে সাহস পায়, আমরা নারী নই শুধ বিধাতার সৃষ্টির সেরা প্রকৃতি তাই শুধু নারীই যে সন্তান ধারণ ক্ষমতার আর এক সৃষ্টির
জন্ম দিতে পারে, আমরা সন্তান ধারণ করি বলেই পুরুষরা বাবা হতে পারে, তবে কেন আমরা এতো অবহেলিত হবো সংসার করতে যেয়ে স্বাক্ষরের কাগজের বিনিময়ে আমাদের স্বাধীন স্বত্বাটুকু ও
ছিনিয়ে নিয়ে ভোগের সামগ্রীরূপে বেঁচে থাকার নামই
কি জীবন ?
আর আমরা পরিবারের মান সন্মান রক্ষা করার জন্য তিলেতিলে ক্ষয় হবো
আমাদের জাগতে হবে জাগাতে হবে ওদের।
তৃষ্ণা-একদম ঠিক বলেছো, আমাদের কন্ঠ প্রতিবাদি
হবে এভাবে নিরবতায় মাঝে সব সয়ে মৃত্যুর জন্য অপেক্ষা নয় আমাদের স্বপ্ন কে বাচঁতে হবে বাচঁতে হবে মাথা উচু করে।
যে দেশে নারী আপমানিত ও ধর্ষিতা হয় সেই দেশ বা রাষ্ট্রের কখনো কল্যান হতে পারেনা।
চলো মা ডাইনিং এ অপেক্ষা করছে রাত হয়েছে বেশ
সামিয়া - চল
চলবে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much