ভালোবাসা থেকে প্রেম
দেবব্রত সরকার
(আজ তৃতীয় কিস্তি)
কবিকে এইদিন একটু বেশ অন্যরকম মেজাজেই পেলাম। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আদ্যোপান্ত কবি। তবে বেশ ছিমছাম গোছালো পরিষ্কার। নিজে হাতেই চা বানালেন। ঘরের খাটে গিয়ে বসলাম তিনজনে। না ঠিক নয় ! আমি চেয়ারে বসলাম। কারণ কবির মুখটি যাতে সামনাসামনি দেখতে পাই তারই জন্য। সামনে রাখা দোকানের খাস্তা চানাচুর চিপস বিস্কুট অনেক কিছু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much