বিরতির শেষে
বয়েসের উঠোন বাঁধ ভাঙছে
জরি আর রাঙতার ডোরে
তাজ পরা বেশ চাঁদ
রুপোলি স্নানঘরে কাঁচা হলুদেরা
সোনালি সপ্নের সি৺থি আ্ঁকে
আদরের কৌটো খুচরো রাখছে
কুয়াশার পানপাত্র চিরে সিলিকন
হয়ে নামে অজানার পিয়াল
তুমি আমি বিশেষণ নই
তাই প্রেম ঈশরীয় হয়ে
একটু একটু কথা ইটের
গায়ে মিলিয়ে যাচ্ছে বেপনাহ।
খুব ভালো লাগলো
উত্তরমুছুন