১৫ নভেম্বর ২০২১

মাহ্জাবীন মিতি




তোমাকে পাবার ছলে


তোমার ওই বুকে বুনোফুলের গন্ধ হব
তোমার কপালে শেষ বিকেলের মিষ্টি রোদ
তোমার উড়নচণ্ডী চলমান জীবনে
একটা দমকা হাওয়া হয়ে 
উড়িয়ে নেবো তোমায়...

সবকিছু ঠিক করার ছলে 
বার বার অগোছালো করে দিব .....
পারিপাট্যয় আমার বড্ড অনিহা 
আমি চাই বিস্তীর্ণ সবুজের ঢাল
যেথায় আমি আদিম মানবীর মত
চাষে বেড়াবো তোমার শরীরের প্রতিটি কোষ

বন্য বাইসনের পায়ে শেকল পড়ানোর চেষ্টায়
নিজেকে প্রকাশ করবো
এক সুদক্ষ তীরন্দাজ হিসেবে
প্রচন্ড ঝড়ের কবলে অর্ধ ডুবন্ত 
জাহাজের, নাবিক হয়ে 
ঠিক সামলে নেব তোমায়... 

তুমি শুধু এক পৃথিবী বিশ্বাস নিয়ে 
আমার চোখে, চোখ রেখো...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much