১৫ নভেম্বর ২০২১

আমিনা তাবাসসুম সম্পাদিত "শব্দ পিয়াসী"র আত্মপ্রকাশ

তারুণ্যের সৃষ্টির ঢল নেমেছে শব্দ পিয়াসী পত্রিকায় 

 

      অনুষ্ঠানের উপস্থিত সম্মানীয় অথিতিদের সঙ্গে সম্পাদক আমিনা তাবাসসুম 


তিথি সরকার ,বহরমপুর : তরুণ কবির হাতে তারুণ্যের সাহিত্য ধ্বজা। যে কোন একটি পত্রিকাকাকে কেন্দ্রে রেখে গড়ে ওঠে এক বিশেষ পরিবার। এই পরিবারের সঙ্গে পত্রিকা, পাঠক ও লেখকদের মাঝে যে আত্মিক যোগাযোগ তৈরি হয় তা যে-কোনও সম্পর্কের ঊর্ধ্বে। একটি পত্রিকা এমনই চম্বুকীয় টান বহন করে সবসময়। এক্ষেত্রে সমস্ত দিক দিয়ে সতর্ক কিন্তু খোলামেলা পত্রিকা সম্পাদক, যিনি নেতৃত্ব দেন সেই পরিবারের। 


পত্রিকা হাতে নবীন প্রজন্ম ও প্রবীন প্রজন্ম সৃষ্টির উল্লাসে কবিবৃন্দ 

    তেমনই একটি নতুন পত্রিকা এমনই মাধুর্যে ভরা। যেখানে তারুণ্যের সৃষ্টিতে ঢল নেমেছে বললে কম বলা হয়। এমনই তো একটি পত্রিকার চরিত্র ও বৈশিষ্ট্য হওয়া উচিৎ বলে মনে করছেন, সাহিত্যিক ও সাংস্কৃতিক মহল। অনেকের মন্তব্য, পুরনো দিনের কথা আবার মনে পড়ল। আমরা পোস্টকার্ড-এর দিন দেখেছি, পত্রিকা দপ্তরগুলিতে তারুণ্যের উজ্জ্বল উপস্থিতি ছিল, পোস্টকার্ড, ইনল্যাণ্ড লেটারে। 


            খোশ মেজাজে কবিরা 

এখন বৈদ্যুতিন মাধ্যমের যুগ। যে-কোনও মুহূর্তে পৌঁছে যাওয়া যায় পৃথিবীর যে-কোনও প্রান্তে। সাহিত্য সংস্কৃতির পালেও এখন হাওয়া লেগেছে বিশ্বায়ণের। তাতে কী ক্ষতিগ্রস্ত সাহিত্য প্রশ্ন অনেকের। কিন্তু, মুদ্রণ পত্রিকা বন্ধ হওয়ার না। সাংস্কৃতিক বৈচিত্র্য আছে থাকবে। আসবে নানান প্রযুক্তিও। কিন্তু মুদ্রিত পত্রিকা বের হবে নিজস্ব গতিতে। 


              কবি আমিনা তাবাসসুম 

    তেমনই একটি নতুন পত্রিকার জন্ম দিলেন, মুর্শিদাবাদ জেলার গঙ্গাধারীতে। নওদা ব্লকের এই জেলা সীমান্ত গ্রামে বসবাসকারী তরুণ কবি আমিনা তাবাসসুম। তাবাসসুম কবিতা লেখেন নিজের আনন্দে। নিজের লেখাটিকে নির্দিষ্ট গণ্ডিতে আঁটকে রাখেননি এই কবি। ছড়িতে দিয়েছেন নিজের মতো করে। তরুণ এই কবির কবিতা পৃথিবীর বিভিন্নপ্রান্তে, নিজ যোগ্যতায় প্রকাশিত হয়। এই সময়ের এই কবির কথায়, 'যদি কবিতার সঙ্গে প্রেম না থাকত, কবিতা লিখতাম না। কবিতার সঙ্গে বন্ধনের জন্যেই আমি একক চেষ্টায় আজ 'শব্দপিয়াসী' সাহিত্য পত্রিকাটি সম্পাদনা করতে পেরেছি। ' জেলা সীমান্তের এই গ্রামে বসে স্নাতকোত্তর স্তরে সাম্মানিক নিয়ে পাঠরত তরুণ এই কবি দুঃসাহস দেখিয়েছেন, একটি মুদ্রণ পত্রিকা প্রকাশ করার। যা এই প্রজন্মের লেখকদের ও তরুণদের কাছে কুর্ণিশ যোগ্য। 


            পত্রিকার  প্রচ্ছদ শিল্পী প্রীতি দেব 

    গত রবিবার ১৪ নভেম্বর ২০২১, দুপুরে হরিহরপাড়ার  একটি বেসরকারি গানের স্কুলে আমিনা তাবাসসুম সম্পাদিত 'শব্দ পিয়াসী' সাহিত্য পত্রিকার আত্মপ্রকাশ ঘটল এক সুন্দর সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মঞ্চে উপবিষ্ট স্থানীয় সাহিত্য-ব্যক্তিত্বরা। তাঁদের আলোচনায় উঠে আসে আঞ্চলিক সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক বিবর্তনের বিভিন্ন দিক। কবিতা পাঠ, সঙ্গীত অনুষ্ঠানটিকে অন্য মাত্রা যোগ করে। 

     
            পত্রিকা প্রকাশ দৃশ্যে কবিবৃন্দ  


    পত্রিকা সম্পাদক ও কবি আমিনা তাবাসসুম জানান, 'পত্রিকায় অনেক নতুন লেখক লিখেছেন। অনেকে প্রথম লিখেছেন শব্দ পিয়াসী-তে এমন লেখকের লেখাও আমি ছেপেছি। তাঁদের লেখা সবসময়ই স্বাগত আমার পত্রিকায়। এই ধারা কিন্তু অব্যহত থাকবে। তেমনই আগামীদিনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আমি বৃহদাকারে নবীন কবিদের নিয়ে পত্রিকার অনুষ্ঠান করবো।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much