১৫ নভেম্বর ২০২১

সাবিলা রওশন





আমি ওদের বীরাঙ্গনা বলি
 

যে মুখোশগুলো রোজ সুখ বিক্রি করে আমি তাদের বীরঙ্গনা বলি,
ওরা শোক বহন করে 
ওরা কষ্ট পায় রাতের অগোচরে। 
ওরা বোঝাটাকে পরতে পরতে উপলব্ধি করে। 
ওরা শুধু তোমাদের মতো অমানুষ নয়।
ওরা সভা করে না উশৃংখলার।
ওরা মার খায় রোদেপুড়ে। 
ওরা অসহায় হলেও কারও ভালোবাসাকে চাবুক মারে না।
ছোবল মারেনা শেষ প্রহরে। 
ওরা তোমাদের মতোই আবেগপ্রবণ।
ওদেরও কান্না পায়!
কিন্তু ওদের রুমাল দিয়ে কেউ চোখ মুছে দেয় না। 
ওরা বিচ্ছেদ ঘটায় না দিনরাত্রি, 
ওরাও মানুষ তোমাদের মতো, 
পার্থক্য এটাই ওরা তোমাদের মতো বেহায়া নয়।
ওদেরও মন স্পর্শ পেতে চায়, 
ওরাও প্রেমে পড়ার মতো প্রেম করে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much