০৪ অক্টোবর ২০২১

পিয়াল রায়



 একরোখা 
  

ব্যাপারটা যথেষ্ট পুরনো হওয়ার পর
মনে হল চলে গেছে একটা যুগ

আড়ালে আড়ালে বাড়তে থাকে ভয়
সমস্ত বোঝাপড়া থেকে
ধূসর হতে হতে ক্রমশ ম্লান
একদা ধবল চূড়াগুলি

মুখ ঘুরিয়ে এদিকে তাকালে
জলে জল মেখে খেলা চলে সারাদিন

ধুলোতে গড়িয়ে চলে স্বপ্নের ভিডিও ক্লিপিং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much