০৪ অক্টোবর ২০২১

শকুন্তলা সান্যাল





অর্ধসত্য

এই অর্ধসত্য পৃথিবী উচ্চারণ আমাদের ,
দ্বন্দ্ব ছুঁড়ে মারে,
আমাদের উড়ায়  পুড়ায় নাচায়।
ধরণী বীরভোগ্যা, জেনেও কৃষকেরা দিশাহীন।
আর দৃষ্টি পথ জুড়ে ছুটে আসছে
শক হূণ ইংরেজ,স্পর্শকাতর প্রতিবেশী।
সহ্য সহায়!

আমাদের চেলো ভেলো মুন্ডেরা 
আমাদের অ আ ক খ বাক্য বিভক্তেরা 
খলবল করে জলে।
যত্তসব কাঁকড়ার অভিপ্রায় আমার!

মেঘ কি অস্তিত্বে সত্য?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much