০৪ অক্টোবর ২০২১

সঞ্জয় আচার্য




মনা রাখাল




ধুলোতে বাজিয়ে নুপূর চলে গেছে দূর

আহা-হা-হা বাঁয়ে বাঁয়ে—মনা রাখালের দুপুর।


চৈতি মাঠ তারই শোকে পড়ে আছে অভিমানে

ঠিকানা বিহীন ফকিরের মতো এক কোণে।


যে পথে মনা  রাখালের ছায়া পেরিয়ে গেছে

সেই পথে

মেঘের কারুকাজ ভাঙে আর গড়ে।


তারই মাঝে এ পৃথিবী চেয়ে থাকে, কান পাতে

কবে কোন নিভৃত অবসরে

গোরুর ক্ষুরের শব্দ ভেসে আসে সাঁঝের প্রহরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much