চলছে নতুন ধারাবাহিক উপন্যাস "উদাসী মেঘের ডানায়" আজ তৃতীয় দিন।
লেখাটি পড়ুন এবং অন্যদের পড়তে সহযোগিতা করুন লেখককের মনের অন্দরমহলে জমে থাকা শব্দগুচ্ছ একত্রিত হয়েই জন্ম লেখার।
আপনাদের মূল্যবান কমেন্টে লেখককে লিখতে সহযোগিতা করবে।
উদাসী মেঘের ডানায়
( পর্ব পাচঁ )
নীলগিরিতে পৌচ্ছাতে বেশ সন্ধ্যা হয়ে গেলো
দুজনায় খুর্ব ক্লান্ত শাওয়ার সেরে কফি ও সামান্য কিছু
খেয়ে তৃষ্ণা রেষ্ট নিতে ওর রুমে চলে গেলো।
রাত দশটার দিকে ডোরবেলটা বাজতেই তৃষ্ণার ঘুম
ভেঙ্গে গেলো উঠে দরজা খুলতেই
-বিরক্ত করলাম খাবেনা চলো খেয়ে নেই।
-না বেশ ঘুমিয়েছি এখন আর টায়ার্ড লাগছেনা তুমি যাও আমি আসছি।
বেশ রাত পর্যটকদের ভীড়, ওরা আর রেষ্ট হাউজে না খেয়ে বাহিরের হোটেলে খেয়ে কিছুটা সময় হাঁটলো
তারপর ফিরে এলো রেষ্ট হাউজে।
কিছুটা সময় গল্প করলো তৃষ্ণাকে হাই তুলছে দেখে
অপু বললো-কাল কিন্ত পূণিমা দেখবো রাত জেগে
আজ বরং ঘুমিয়ে পড়ো তৃষ্ণা আমিও ঘুমাবো।
সকালে উঠে পাহাড় দেখবো।
ভয় পেলে ডেকো পাহাড়ি এলাকা
-আমি ভয় পাইনা নিশ্চিতে ঘুমাও।
-দেখা যাবে ভয় পাও কিনা, খুব সাহসী মেয়ে।
-দেখো তুমি আবার ভয় পেওনা।
- হা-হা-হা আমি ভয় পাবার ছেলেই না।
-সেটাই ভালো, গুড নাইট
-গুড নাইট
চলবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much