আগন্তুক আমি
কবি ও কবিতার ভীড়ে কবিকুঞ্জে
আমি এক আগন্তুক।
আমার শুস্ক ও তৃষ্ণার্ত কন্ঠনালী
কবির কবিতার বাস্পে সিক্ত করতে এসেছি
কবিদের সামনে আমি এক কাব্য ভিখারী।
উনুনে গরম ভাতের গন্ধ যেমন
বরেণ্য কবিদের কবিতার ঘ্রাণ
গরম ভাতের মতোন
আমার অভুক্ত হৃদয়কে লোভাতুর করে।
আমি এসেছি কবিতার ঘ্রাণ শুঁকে শুঁকে
কবিতা আমার কাছে সৌখিন মমতা,
যেখানে থাকে কবির প্রেমাস্পদ স্রোতধারা
আমি এসেছি বৈলক্ষন সন্নাসীর বেশে ,
জগতের মোহে সংসার আগলে
বন্দীত্ব আত্না ত্রাহি ত্রাহি করে ।
আমার মূমুর্ষ হৃদয় পদ্ম কমল
পরিশোদ্ধ কবিতার জলে স্নান করাবো।
আমি এসেছি কবিতার সবুজ কাননে,
বিদগ্ধ অবুঝ আমি মানুষে খুঁজি মানব
এ বঙ্গের হৃদয়ে হৃদয়ে বিলায়ে দেবো তা
মানুষে মানুষে মানবতা
হাছন রাজার সুরমার জলের মতোন।
জাগ্রত হও আকাশে আকাশে সব রবি
আউল-বাউল, সাধক, সুধী, কবি
সুরের জোয়ারে উত্তুঙ্গে মাস্তুল
নীলাম্বরে শুনি বাজে স্বর্গ-রোল ।
অসাধারণ লিখেছেন কবি।
উত্তরমুছুনবেশ ভালো লাগলো
উত্তরমুছুনআমার হৃদয় গহিন থেকে আপনাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই
মুছুন