মাদুলি
গলায় ঝুলছে মাদুলি
কোনও হাওয়া নেই আশেপাশে
শূন্যের মাঝে ফুটে থাকে যেসব ফুল
তারমধ্যে থেকে একটি তুলে নিলে
বাকিরা লজ্জায় বিবর্ণ হয়ে যায়
বিবর্ণ ফুল আমার দেখতে ভালো লাগে
বিবর্ণ ফুলকে কেন যেন বড় আপন মনে হয়
আমি ওদের দলে ভীড়ে যাই
দলে ভীড়ে যাই কমলা পোশাক খুলে
পোশাকের নকশারা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে
ব্যথায় কাতর হয়
আমি ফিরেও তাকাই না
আমার সুতোহীন নগ্ন দেহে
আদর করতে চায় যে অক্টোপাস
তাকে, একটি সূঁচের আঘাতে
পৃথিবীর শেষপ্রান্তে পাঠিয়ে
মাদুলিটা খুলে ফেলি
হাওয়া আসুক
বদ কিংবা কোনও দখিন জানালার
আমি ভিজবো...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much