০৪ অক্টোবর ২০২১

ফরমান সেখ




মাতা মানেই

 
মাতা মানেই, মমতাময়ী
     স্নেহ মাখা আঁচল,
মাতা মানেই, মাথার ছায়া
     আদর ভরা অঞ্চল।
মাতা মানেই, মনের সাহস    
      মস্ত একটি ধরা,
 মাতা মানেই,  অন্ধকারের-
    আলোর উজ্বল ধারা।
মাতা মানেই, ছোট্ট বেলার
     শান্ত মৃদুল কোল,
মাতা মানেই, অসীম খুশীর    
     মনোনান্দের দোল।
মাতা মানেই, প্রথম গুরু
      গুরুর গুরু যে,
মাতা মানেই, স্বার্থবিনা-
    ভালোবাসে সে।
মাতা মানেই, পূর্ণ সুখী
    সকল সুখের আয়ু,
মাতা মানেই, আশার আলো
      স্নিগ্ধ শীতল বায়ু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much