১৯ অক্টোবর ২০২১

সানি সরকার



এখন সময়টুকু 
 

ঝড়টা সাময়িক, বরাদ্দ শুধু 
এ দ্বিপ্রহরের জন্যে-ই  

আমরা সকলেই জানি, আগুন যেমন আছে 
তেমনি পাশাপাশি জলও 

আরেকটু পরেই মাটি ঠাণ্ডা হয়ে যাবে 
শালিক ও পায়রাগুলি লাফালাফি করবে পুনরায় 

দীর্ঘ সুন্দরকে ধারণ করার আগে 
একটি ঘুর্ণি সবসময়-ই থাকে 
তারপর খুব আকস্মিক আসে 
ঢেউয়ের ভেতর নিয়ে যায় 
মাত্র কিছুক্ষণের জন্যে কাঠ ও কয়লা করে 
আবার তারপর-ই আরও তীব্র 
সোনালী ও সাদা জ্যোতির কাছে
নিয়ে যাবে স্থায়ীভাবে 

এখন সময়টুকু ঠিক তেমনি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much