বিসর্জন
যাচ্ছে উমা শ্বশুর বাড়ি কেঁদে ওঠে মন,
চোখেরজলে ভাসছে সবাই আজকে বিসর্জন ;
ঢাকের কাঠি,বিসর্জনে বিজয়ার-ই সুর,
দশমিতে হলো সবার হৃদয় ব্যথাতুর,
ধনুচি আর ঢাকের বুলি উঠছে সারাক্ষণ ;
চোখেরজলে ভাসছে সবাই আজকে বিসর্জন।।
শিবের কাছে যাচ্ছে উমা ফিরবে বছর পরে,
কৈলাসেতে উমাপতি একা বসে ঘরে,
অসুর বধে দূর্গা রূপে মর্তে উমা এলো,
দশমিতে কাজটা সেরে স্বামীর ঘরে গেলো,
সকাল থেকে সবার ঘরে তাইতো আয়োজন!
চোখেরজলে ভাসছে সবাই আজকে বিসর্জন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much