১৯ অক্টোবর ২০২১

দেবব্রত সরকার




আগুন 


কি আর বলি গাঁয়ে আগুন গায়ে আগুন কার  
রক্তে আমার ভাই দাদা মা সন্তান যায় যার
কি আর বলি গাঁয়ে আগুন গায়ে আগুন কার  

খড়ের গায়ে আগুন দিলি আগুন দিলি মনে 
ধর্ম আমার ধর্ম তোমার আপন আপন জনে
খড়ের গায়ে আগুন দিলি আগুন দিলি মনে 

ধর্ম কেবল নাম কে বাস্তা ধর্ম যন্ত্র ভয়
আসলে তা সমাজ গঠন মনুষ্যত্ব নয় 
ধর্ম কেবল নাম কে বাস্তা ধর্ম যন্ত্র ভয়

মনুষ্যত্ব ধর্ম মানে মানব জাতির জয়
খুন খারাপী রক্তে মাখা থাকে না সং-শয় 
মনুষ্যত্ব ধর্ম মানে মানব জাতির জয়

আর বাকিটা ব্যক্তিগত জীবন জীবি-কার
থাক না সুখে দুঃখ কিসে বাঁচান সং-সার 
আর বাকিটা ব্যক্তিগত জীবন জীবি-কার

৮টি মন্তব্য:

  1. চমৎকার সময়োপযোগী কবিতা এবং নিরন্তর শুভ কামনা প্রিয় দাদা।

    উত্তরমুছুন
  2. সময়োপযোগী এবং অতীব জরুরী বার্তা বাহক কবিতা । শুভেচ্ছা প্রিয় কবি

    উত্তরমুছুন

thank you so much