হৃদয়ের সাফ কবলা দলিল
অবশেষে হৃদয়ের সাফ কবলা দলিলে
সই করে তোমাকে দিয়েই দিলাম আমার
যতো প্রেম, এটা এখন শুধুই তোমার।
এখন যেদিকে দেখি শুধুই তুমি থাকো
আমার সকল ভালবাসায়, তুমি ছাড়া
আর কাউকে দেখিনা এ চোখে।
তুমি আমার জাগরণের সকল সময়ের
ভাবনায় আছো, ঘুমের মধ্যেও তুমি থাকো
স্বপ্নের ভিতরে, নিঃশ্বাস প্রশ্বাসের
আসা যাওয়ার ভিতরেও তুমি,
সবখানে শুধু তুমিই থাকো,
পৃথিবীর আর সবকিছু
আমার সামনে তুচ্ছ,
তুমি ছাড়া!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much