মোহময় তুমি
তোমার ওই মোহময় চোখ
লেগে থাকে গভীরে, গভীরে
ঠোঁটে তীব্র কবিতার রেস
বুকে পুষে রাখা কাশফুল
হেঁটে আসে নরম সকালে
সিঁদুরের মধ্য দিয়ে
এখানে থাক শান্তির বসবাস
যে ভীষণ ভালোবাসা
ভীষণ প্রকাশ
নরম হৃদয় থেকে তুমুল সাগরে
প্রতিদিন পার করে নিশ্চিন্ত সংসার
বিশ্বাস কাঁধে থেকে
প্রতিদিন বয়োজ্যেষ্ঠ হয়
সেখানে অদ্ভুত আলো ছায়া খেলা
বুকে ঢেউ। শীতের সাইটে
এ কেবল তুমি!
তুমিময়...
সেখানে অদ্ভুত আলো ছায়া খেলা- খুব সুন্দর। জমাট শব্দের বুনন। অভিনন্দন কবি।
উত্তরমুছুন