১৯ অক্টোবর ২০২১

শিবনাথ মণ্ডল




পুরোহিতের বায়না

লক্ষীপুজো ঘরে ঘরে
পুরুত ঠাকুর কম
বাজারে লক্ষী প্রতিমা বিক্রি
হচ্ছে হরদম।
পুরুতঠাকুর নিয়ে এখন
হচ্ছে কাড়াকাড়ি 
ঠাকুর মশায় বায়না ধরেছেন
চাই গরদের শাড়ী।
দাদু বলে ঠাকুর মশায়
এখন কেউ পরেনা শাড়ী
বরঙ আপনি বলতে পারেন
নাইটি চুরীদারী।
ফুগলা মুখে ঠাকুরমা
হেসেই লুটোপুটি
নাতি বলে দাদু আমার
বলেছে সত‍্যি খাঁটি।
পাঁচমিনিটে পুজোকরে ঘটে 
জলদিতে যায় ভুলে
গোটাফল ঘিয়ের শিশি
আগে নেয় তুলে।
চোখবুজে মন্ত্র বোলে বাজায়
টিং টিং ঘণ্টা
গৃহ লক্ষী উপোষ করে
শান্তি পায় মনটা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much