১৯ অক্টোবর ২০২১

অলোক দাস




নীলকন্ঠ 

 বিদায়ের বার্তা এসে গেছে, নীলকন্ঠ পাখি সামনে গাছের ডালে উপস্থিত I চোখের জলে মাকে বিদায় দিতেই হবে I আর দেরি নয়, তালে তালে বাজঝে ডোল I ঠাকুর থাকবে কতক্ষন, ঠাকুর যাবেই বিসর্জন I তারই আয়োজন চোলছে, সব রাজবাড়ী ও পাড়ায় পাড়ায় I সন্ধ্যা আসবে, মা চলে যাবেন শিবালয়ে I মা যেন বোলছে, এবার লব বিদায় এই ধরাধাম হোতে I আসছে বছর আবার এসো মা এমনি কোরে, এমনি ভাবে I নীলকন্ঠ ডাক দিয়েই চলেছে I এতো বেহায়া পাখি নীলকন্ঠ - অন্য ডালে বা অন্য গাছে I 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much