১৯ অক্টোবর ২০২১

দেবাশিস সাহা




বিজয়ার পরাজয় 


অপুর দিদি দুগগা
গোবর কুড়াতে কুড়াতে জন্ম দেয় ঘুটে।
জন্ম দিতে দিতে সোমত্ত হয়ে ওঠে দুগগা।
পথে দেখা জঙ্গলের সাথে 
সারা শরীরে ছড়িয়ে পড়ে
সূর্যাস্তের অস্তরাগ
বিজয়ার পরাজয় হয়
সিঁন্দুর খেলার ঢঙে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much