২০ অক্টোবর ২০২১

ইয়াসমিন রাহমান শিউলি




পূর্ণিমার আলো তোমরা


তোদের ছাড়া একমুহূর্ত থাকতে চাই না আমি,
তোমরা ছাড়া জীবন আমার শূন্য মরুভূমি।
 তোমরা ছাড়া মা লাগেনা আমার একটু খানি ভালো।
তোমরা যে আমার আঁধার ঘরের পূর্ণিমার আলো।

জীবন যুদ্ধ তোরাই জন্য, 
তোদের নিয়েই আশা,
তোমরা আমার স্বপ্নের নীড়,
আশা ভালোবাসা।
তোদের কিছু হলে আমার প্রাণ পাখি যায় উড়ে,
তোদের ছাড়া বন্দী জীবন নিগূঢ় অন্ধকারে। 

সারাজীবন থাকিস রে বাবা মা
 দেশ ও দশের সেবায়, 
থাকিস রে বাবা  মা ন্যায়ের পথে
জড়াসনে মা কান্নায়। 
সৎ পথ যদি হয় বাবা মারে,
তোদের জীবনের সাথী, 
ভুলিস না মা কষ্ট আমার,
জলাঞ্জলি দিস না কভু নীতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much