নীরবতা
আমরণ স্তব্ধতায় আমি ঠিক নীরব হয়ে যাবো
একেবারে নীরব , স্তব্ধ
সূর্যোদয়ের মতো
নিঃশব্দে গড়িয়ে পড়া শিশিরের মতো
কোন বাক্য আর নিঃসৃত হবে না
আমার কণ্ঠে
যেসব কথা শ্রুতিকে আলোড়িত করে
মধুর শব্দমালা যাতে হৃদয় উদ্ভাসিত হয়
আমার কোন কথায় বা শব্দে আর ঝরে পড়বে না ভালোবাসার বাক্য
আর কোনদিন সরব হবো না ঘুণাক্ষরে
একেবারে নীরব হয়ে যাবো
সন্ধ্যার মতো গোধূলির মতো
আঁধারে ঢাকা রাতের মতো
আমি আবার ঠিক নীরব হয়ে যাবো
আগের মতো যখন আমার দিনগুলো ছিলো নির্জন নীরব শান্ত চাঁদের মতো !
Allha maaf koruk,tumi nirob hoye gele prithibi tay stobdho hoye jabe
উত্তরমুছুন