অবাঞ্ছিত কথাকাব্য
একটি কথা কি জানো
আমিই আমার সব লেখার অনিবার্য পাঠক !
অবাক হইনি তোমার প্রতীচ্য পুরাণ পাঠে ! কালি, কলম, মন কষ্ট শরীরের, মনের নয় সেতো জানি
প্রেমের সহবাসে তোমার "উছৃঙ্খল জীবনের পেছনেই কি ছিল আলোর আভাস" ওই লাইনটা ঘুরেফিরে বারবার ভাবি !
তোমাকে একবার পাইবার পর, নিতান্তই মাটির মনে হবে না জানি ! মনে হবে না তুমি সেই সোনার মোহর’ খানি ..
মানুষ এমন ভাবে বদলায়া যায়, ক্যান যায় জানো ?
পুন্নিমার চান হয় অমাবস্যা সাধের পিনিস ক্যান জানো ! রঙচটা রদ্দুরে মন শুকায় ক্যান জানো ..
বেশ্যাকে বসাইয়া কোলে মিয়াভাই, কী জিগান জানো ? হাবিজাবি, বাতি নিবায়া দিমু নাকি থাকব কতক কন ! কেন জিগান জানো ?
আমি কবি নই যে জন্মে জন্মে বারবার কবি হয়ে ফিরে আসব এই বাংলায় , জন্মে জন্মে যেন কবি হয়ে জন্ম নিই এই বাংলায় !
যে চোখ কাঁদে, সে চোখ ভিজে যায় ভেসে যায় ! অতঃপর কবির চোখ আবারও কাঁদে ,চোখও কাঁদে, অবিরাম ভিজে আসে, ভেসে যায় ভেসে যেতে থাকে। অতঃপর এই কথাকাব্য পড়ে , এই কথাকাব্য পড়ে তুমি যদি মুগ্ধ, গ্রস্ত, সমাহিত, নিমজ্জিত বোধ কর তবেই আমি সার্থকতা পাবো !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much