২০ অক্টোবর ২০২১

মোঃ হা‌বিবুর রহমান



সম‌য়ের চাকা



নদীর স্রো‌ত আর বিদ‌্যুত গ‌তি‌তে যেন সময় চ‌লে যায়,
বৈদ‌্যতিক পাখার গ‌তিটা স্ম‌রি‌য়ে দেয় সম‌য় হা‌তে নাই।
সময় গত হয় দি‌নের আ‌লো নি‌ভে যাবার সা‌থে সা‌থে,
দিন রা‌তের নিত‌্য প‌রিবর্তনে সম‌য়ের চাকা‌টি ঘো‌রে।
প্রতি‌টি নিঃশ্বাস প্রশ্বা‌সে সময়ের হি‌সেবটি মাপা যায়,
দি‌নে ভাবনা আর রা‌তে স্ব‌প্ন দেখে সময়‌টি চ‌লে যায়।
আষা‌ঢ়ে গ‌ল্পে মূল‌্যবান সময় ‌নিশ্চু‌পে হা‌রি‌য়ে যায়,
দিন, সপ্তাহ, মাস ও বছর পে‌রি‌য়ে সময় চ‌লে যায়।
জীবন এভা‌বেই শেষ হ‌য়, মানুষ হা‌রি‌য়ে যায় চিরত‌রে,
ফেরে না তারা কভু ওপার গন্তব্যের চিরন্তন পথ হ‌তে।
সম‌য়ের চাকার আবর্তনে ধী‌রে ধী‌রে সবই ঘ‌টে যায়‌,
সময় চ‌লে গে‌লে ফি‌রে পাওয়া যায় না কভু তা আর।
সময় এভা‌বেই ব‌য়ে যায়, জীবন এক‌দিন হা‌রি‌য়ে যায়,
মানু‌ষের মু‌খের সুমি‌ষ্ট কথা ও স্মৃ‌তিকথা শুধু র‌য়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much