২০ অক্টোবর ২০২১

রহমান মিজানুর




গাধা ও বলদ


গাধা বলে বলদেরে ডেকে মিয়া ভাই
এ ভূবনে তুমি বিনে আত্মীয় নাই।
আমি ভারী বোঝা বই, তুমি টানো ঘানি
কতো ব্যাথা বুকে চেপে সেতো আমি জানি।
তবু কিছু ভালো আমার জীবনের ধরন
বুড়ো হয়ে মরি আমি; স্বাভাবিক মরন।
কি যে পরিনতি তোমার বুড়োকালে হায়,
মানুষেরা কেটেকুটে ঘটা করে খায়!
মৃদু হেসে বলদে বলে ছোট ভাই,
যা বলেছো ঠিক কথা; সন্দেহ নাই।
তবে কিনা এ দুনিয়া অস্থায়ী জানি-
পরকালে সুখ পাবো; এই কথা মানি।
তাই দুখ সয়ে সয়ে করে যাই সেবা,
পরোপকার না করে বড় হলো কেবা?
উপকার করি বলে গালাগাল শুনি
প্রাণ দেই, না হয়েও আমি ঋষি-মুনি।
'বলদা' বলে যারা আমারে দেয় গাল
তাদের না হয় যেন করুন এই হাল।
মানবের তরে আমি যদিও বা মরি, 
তবু তারা সুখে থাক, এই দোয়া করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much