২০ অক্টোবর ২০২১

আমিনা তাবাসসুম





গড গিফটেড 

 

অনন্ত অন্ধকারের পরে এই আলো

পচা শশা, নগ্ন কলিজা, বিমূর্ত অবিশ্বাস
ক্রমশই ধোঁয়া হয়

ঈশ্বর নেমে আসেন এই বিছানায়
কাচের সিঁদুরে তখন ছটফট করে
                       যন্ত্রণা, অবজ্ঞা, উদাসীনতা

আসলে কোনও জন্মই আমার একার না
এবং
"আমি" বলে কোনো শব্দ নেই

এখন সময় অপেক্ষায় আছে
কারণ সেও জানে
        তুমি লাল কালো চাঁদ নও

তবু বুকের ভেতর ধকধক করে একটাই শব্দ
                                       গড গিফ্টেড!

২টি মন্তব্য:

thank you so much