২৫ সেপ্টেম্বর ২০২১

সুবর্ণ রায়


 


তোমার জন্য 


তোমার জন্য আকাশপ্রদীপ 
তোমার জন্য সন্ধ্যেবেলা 
তোমার জন্য করবীগুচ্ছ 
তোমার জন্য রথের মেলা 

তোমার জন্য সেই প্রতিধ্বনি 
তোমার জন্য মিথুনময় 
তোমার জন্য কী হাপিত্যেশ 
তোমার জন্য এই নিশ্চয় 

তোমার জন্য রোদন রাত্রি 
তোমার জন্য রাত্রিবেলা 
তোমার জন্য হা-হুতাশ লেখা
তোমার জন্য এমনি খেলা  

তোমার জন্য আকাশগঙ্গা 
তোমার জন্য নেবুলা জয় 
তোমার জন্য কবিতাগুচ্ছ 
তোমার জন্য-ই আয়ুক্ষয় 



                      অলঙ্করণ : সানি সরকার

২টি মন্তব্য:

thank you so much