২৫ সেপ্টেম্বর ২০২১

গৌরীশংকর মাইতি




 শরতে ফুলের মেলা


সাদা মেঘের আনাগোনা
নীল আকাশের কোলে
সবুজ লতানো গাছের ডালে
অপরাজিতা ঝোলে।

জল ভরা টলটলে দিঘি
শাপলা শালুকে ভাসি
বিলের জল পাতায় ঢাকা
শতদল রাশি রাশি।

ভোরের বেলায় শিশির বিন্দু
রোদ্দুরে হীরক ছটা
শিউলি তলায় ঝরা শিউলি
কমলা সাদা ফোঁটা।

সবুজ পাতার ফাঁকে ফাঁকে 
কামিনী থোকায় থোকায়
সন্ধ্যায় ফোটে ভোরে ঝরে
কামিনী সুগন্ধ ছড়ায়।

সবুজ পাতা ঢাকা পড়ে
সাদা টগর ফুলে
কাশের বনে কাশের মেলা
হাসে নদীর কূলে।

জুঁই, কেয়া, মালতি, মল্লিকা
রাধাচূড়া, নয়নতারা
শরৎকালের ফুলের মেলায়
হৃদয় আপন হারা।

1 টি মন্তব্য:

  1. আমি আনন্দিত, অভিভূত এবং অনুপ্রাণিত।
    আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় "স্বপ্নসিঁড়ি সাহিত্য পত্রিকা" পরিবারের সম্মানীয় সকলকে।

    উত্তরমুছুন

thank you so much