এসো বন্ধু হই
এসো বন্ধু হই
বন্ধুত্বের হাত বাড়াই,
এসো কল্যানে
এসো ভালোবাসা বিলাই।
এসো প্রভুর ধ্যানে
দিনরাত্রি যাপন করি,
এসো মানুষের জন্য
সুস্থ্য সুন্দর সমাজ গড়ি।
এসো ভুল বুঝাবুঝি
ভুলের ঘরে ভুল ঝেরে,
এসো মানুষ হই
ঘুমন্ত বিবেক জাগ্রত করে।
এসো ভালোবাসি
মানুষ মানুষ ভাবি
এসো ভেদাভেদ ভুলে
মানবতার জয়গান করি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much