এই আমি
এই যে আমি
এমন কেমন,এমন আমি ছিলাম না তো!
সকাল সকাল হাসির টোপর,দুপুর বিকাল দূরুন্ত মন
রাতের চাঁদে আলসে ঘুমে একশ একটা ভুল স্বপন!
তারপরে যে কি হলো
হঠাৎ করে বক্ষজুড়ে প্রজাপতির পাখনা পেলো
উড়ে উড়ে কেবল দূরে
তারপরে যে কি হলো
মন হারালো,চোখ জুড়ালো
আস্ত একটা আকাশ ছেলে
সামনে এসে
কেবল হাসে!
আমি কি আর এমন ছিলাম
দুষ্টু হাসির মিষ্টি কথার
বৃষ্টি জলে ভিজতে যেতাম!
তারপরে যে কি হলো-
চোখের পরে,মুখের পরে
আকাশ ছেলের আদর পেতে
আমার মনের পা বাড়ালো;
আমি কি আর এমন ছিলাম!
হাত বাড়ালেই প্রেমিকা হতেম?
সেই ছেলেটা আকাশ হয়ে
সকাল বিকাল রোদের বুকে
মেঘ উড়িয়ে
মেঘ ভাসিয়ে
জল নামিয়ে
কেমন করে
চোখ পাকিয়ে
প্রেম গুঁজে দেয়
কানের ফুলে
দুঃখ নীলে
একশ ভুলে!
আমি কি আর এমন ছিলাম?
প্রেমিক বললেই
প্রেমিকা হতাম!
তারপরে যে কি হলো
আকাশ ছেলের
চতুর্দিকে মন আগালো
হাতের আঙুল তাও আগালো
আমায় রেখে আমার শরীর ভিড় জমালো
আমি এখন শূন্য একা কোথায় যাবো!কার আদলে!
আমি কি আর এমন ছিলাম
বসতে বললেই
মন বিছাতাম!
তারপরে যে কি হলো
মন বিছালাম
চোখ বিছালাম
প্রেম বিছালাম
আর যা ছিল
আমার একার
একে একে সব নুয়ালাম;
তারপরে যে কি হলো
ভালোবাসা'র অভিশাপে
আকাশ ছেলের নামের তরে
সাতটা জনম সাতটা মরণ লিখে দিলাম!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much