২৫ সেপ্টেম্বর ২০২১

গোলাম কবির





এলোমেলো ভাবনার কবিতা 

   খাশির চামড়া ছিলার মতো অত্যন্ত 
   ক্ষীপ্রতার সাথে পাকা কসাই এর মতো
   মানুষের বিবেক নিলামে উঠে যাচ্ছে!  
   রোদের তীব্রতাকে কুচিকুচি করে কেটে
   নিয়ে এখন ভয়াল কোনো সন্ত্রাসী যেনো
   পুরো পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন একটা
   বিষাক্ত বিষাদের নগরী বানিয়ে ফেলছে
   সহসাই। এদিকে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে
   একদল গৈরিক আলখেল্লাধারী ব্যক্তি
   সম্মিলিত ভাবে চিৎকার করছে, ওরা
   মানুষের হৃদয় ন্যায্যমূল্যে কিনে নেবে
   বলে বারবার আশ্বস্ত করছে কতোগুলো
  বোকাটে  লোককে, যদিও ঐ লোকগুলো
  আরো বেশি দাম পাবার আশায় ওদের
  সাথে দর কষাকষি করছে, হায় রে
  মানুষের হৃদয়! এদিকে একজন কবি
  অভিমানে আর কখনোই প্রেমের কবিতা
  লিখবেন না বলে নিজেই নিজেকে বারবার
  বলছেন, তবুও কে শোনে কার কথা! 
  এরই মধ্যেই কখন যে সকাল হয়ে গেলো, 
  আবার সন্ধ্যায় সূর্য ডুবে গিয়ে একাদশী
  চাঁদের আলোয় ঝলমল করে উঠলো
  উঠোন, নদীর বুকে জলের ঢেউয়ে
  চিকচিক করে উঠতে থাকলো মানুষের  
  আগামী সকালের ভাবনা গুলো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much