ছোট্ট কিছু ইচ্ছা
ছোট্ট একটা বাসা হোক,
দু কামরা হোক না, এক চিলতে হেঁসেল,
এক টুকরো বারান্দা আর
আর আর আর, বিশাল একটা আকাশ!
ছুটির বিকেলে দু পা হেঁটে একটা আইসক্রিম
অথবা দূরে কোনো নদীর ধারে একটু বসা!
অথবা অচেনা রাজপথে গন্তব্যহীন একটু রিক্সা যাত্রা!!
রোজকার রুটিনে পোলাও না হোক!
ডাল ভাতের সাথে ছোটো মাছের চচ্চড়ি,
শাক ভাজা সাথে কুমড়োর ছক্কা!!
আচ্ছা, এসব কি খুব দামী কোনো চাওয়া ছিল?
কেউ কেউ সবটা পায়, আর কেউ কিচ্ছু পায় না!
চাওয়া পাওয়ার হিসেবটা এত বেশি গোলমেলে কেন!!
কী পেয়েছি, তার হিসেব না করি!
ছোট্ট করে বলি,
পেয়েছি অনেক তবে তা চাইনি মোটেও!
চেয়েছি এক সমুদ্র ঢেউ!
এককাপ চায়েও দোলা দেয়নি কেউ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much