২৫ সেপ্টেম্বর ২০২১

সফিক ইসলাম




দ্বৈত মন
 
                
পাখি ও পরাগের কী অবাধ স্বাধীনতা!                              
 কী অসীম পরাগায়ন আর যৌনাচার! 
 বাতাসে ভেসে যায় পরাগ রেনু, উড়ে যায় পাখি
 আমার এই মন আমি  কেমন করে বেঁধে রাখি! 
 বসন্ত এসেও  যাই যাই করে হয়ে যায় পার
পাখি ও পরাগ হতে নিভৃত মনে শুধু হাহাকার। 

এই মন  কখনো পাখি হয়, কখনো পরাগ
ফুল খুঁজে খুঁজে দিন চলে যায়
কান পেতে থাকি অপেক্ষায়, কবে দেবে পাখি ডাক!
সাইবেরীয় হিম লেগে থাকে পাখির ডানায়, 
তবুও পালকে নিরন্তর মেখে রোদ
পাখি তার জীবনের সন্ধানে নিজেরে হারায়।

আমার আমারে করি দুই ভাগে ভাগ 
এক ভাগে করি শুধু ফুলেরই চাষ 
 অন্তরে মাখি রোজ  ফুলের সুবাস
ফুলের সাথেই  তাই যত সংরাগ।
অন্যভাগে কাঁটাতারহীন উড়ুক্কু এক পাখিমন করে বাস                           
 ঠিকানা  অজানা জানি, তবুও খুঁজি মুক্তির আশ্বাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much