শুধু স্মৃতি
তবে তাই হোক,
দুঃখগুলো চিরস্থায়ী হোক,
রঙ তুলি দিয়ে আঁকা তোমাকে নিয়ে দেখা স্বপ্ন গুলো,
ভিজে যাক, মুছে যাক,
তবে তাই হোক।
আমার ভালোবাসায়
তুমি হও জীবাশ্ম,
যখন নতুন পৃথিবী হবে সৃষ্টি
নতুন প্রজন্ম জানুক,
আমি ভালোবেসেছিলাম তোমাকে,
সব পাওয়ার আড়ালে
থমকে থাক তুমিহীন শূন্যতা,
কোনো একদিন ডেকো আমায়
তোমার দেওয়া ডাকনাম ধরে,
থেকে যাক এইটায় প্রাপ্তি,
আমার শেষ ঘুম পবে চিরশান্তি,
তবে তাই হোক।
কোনো একদিন এ বুকের ক্ষতগুলো ছুঁয়ে যাক তোমার চিবুক,
লেগে থাক তোমার ঠোঁটে হাসি
তবে তাই হোক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much