হদিশ
স্বপ্নগুলো ভেসে যাচ্ছে নদীর জলে
কুড়িয়ে আনবার চেষ্টা করছি
পারছি না কিছুতেই ।।
এখন পরজীবী ঘুমে আচ্ছন্ন দুচোখ
স্মৃতির ঘাটে পড়ে থাকে
মৃত শুকতারা
কবিতায় আঁকা প্রাচীন শৈশব ।।
খরস্রোতা জলে কাগজের নৌকো
ডুবছে জীবন
ডুবছে মৃত্যু
সাজানো অশ্রুজলে প্রতি মুহূর্তে মৃত্যুর কথকতা ।।
ঢাকের বাদ্যি
প্রতিমা বিসর্জন
প্রতিমাকে খুঁজছি বারবার
আজও খুঁজি তাকে। হদিশ পাই না তার ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much