কিছু অনুযোগ
কি নিয়ে কবিতা লিখবো ভেবে পাই না
প্রেম-ভালোবাসা,না মানবিকতা?
অবচেতন মনে প্রশ্ন জাগে
কেন লিখছি কার জন্য লিখছি
আদৌ কোন ভূমিকা কি রাখতে পারবে
কারো মনের আনন্দে সমাজ সংস্কারে?
নবীন কবিদের কবিতার খোঁজে
একাত্মতার বড়ই অভাব
এই যে হৃদয়ের উৎসার এতো প্রচেষ্টা
নতুন আঙ্গিকে খুলবে কি দ্বার?
আস্তে আস্তে হেঁটে যাই পড়ন্ত সূর্য্যের দিকে
মিনিট পনেরো অপেক্ষা
অবশেষে সমস্ত টাই অস্পষ্ট রয়ে যায়!
এরপর দেখি অস্তিত্ব সংকটে ভূপাতিত হবার কিছু উৎকৃষ্ট উদাহরণ।
কল্পনার বর্ণিল ফানুস হয়ে
ঊষার আকাশে দেখি জাফরানি রঙের মেলা
রংধনু রঙে আঁকা কাব্যের রুপকথা।
অনবদ্য সৃজন ভালোবাসা অভিরাম❤
উত্তরমুছুন