২৬ সেপ্টেম্বর ২০২১

আপেল মাহমুদ




তুমি'ময় বসন্ত
 

বসন্ত এলেই 
মনে পড়ে তোমাকেই 
ওই পলাশ দেখলেই 
মন ভাসে তোমাতেই,
ওই শিমুলের রঙে
আমি যেন হারাই
তোমার'ই সঙ্গে,
কৃষ্ণচুড়া বৈকালী মেলা
ঠিক যেন বাসন্তীর খেলা,
এ খেলা শুধুই খেলা নয়
রঙে রুপে এ যেন 
ফাগুনের পুর্ন বারতা... 

তোমার মাতাল হাওয়ায়
মন হারানোর সুখে আমি যেন
বার বার শত সহস্রবার 
তোমাতেই হারাই.... 

শুধু তোমার মত করে
সত্য লুকোতে পারিনা
মিথ্যের চাদরে...
তাইতো অকোপটেই
বলতে ইচ্ছে করে
হ্যাঁ হ্যাঁ তুমি'ই আমার হাহাকার 
তুমি আমার চিৎকার,
তুমি'ই আমার পুর্নতার.... 

এবার খুশি তো!!! 

আর আমার খুশি আমার হাহাকারে
আমার আনন্দ আমার চিৎকারে 
কেন জানো!!! 
কারন নতুন বসন্তের নতুন নতুন হাওয়ায় 
তোমার মত করে ফুরিয়ে ফেলিনি তোমায়....... 

এ বসন্তেও  তুমি'ই আমার অনন্য 
তুমি'ই আমার অনন্ত 

তুমি'ই আমার নীরব হৃদয়ে
সরব প্রিয় বসন্ত......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much