২৬ সেপ্টেম্বর ২০২১

সংহিতা রক্ষিত।




ভোকাট্টা সময়
                 

অদ্ভুত সময় হাত ধরতে শেখেনি কারো
শুরুতেই শেষের ঘন্টা বাজিয়ে দেয় 
এযেনো সাপ লুডো,খেলতে খেলতে ------
এক্কেবারে সাপের মুখে, তারপর------
সিঁড়ি ভাঙা অঙ্ক কষতে কষতে ---
জীবনটা ক্লান্ত বড়ো।
স্বপ্নের সিঁড়ি গুলো ভেঙে গেছে কবে।
অঙ্ক মেলে না, জীবনও।
এখন ফাঁকা ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 
উদোম আকাশ দেখা।

৩টি মন্তব্য:

  1. স্বপ্ন সিঁড়ি পত্রিকার সম্পাদক এবং সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমার কবিতাটি প্রকাশের জন্য আমি কৃতজ্ঞ।

    উত্তরমুছুন
  2. অনন্য অনুভূতির সৃষ্টি কথা

    উত্তরমুছুন

thank you so much