২৪ মার্চ ২০২১

ফরমান সেখ




শিশু


শিশু মোদের ফুলের মতো

    কিংবা দূর্বাঘাস,

যেমন তুমি গড়বে তাকে

    ছড়াবে সে সুবাস|


প্রকৃতি যার চলন দাতা

    মাতা-পিতা আশ্রয়|

অসৎ পথে ডেকোনা তার

    দিয়োনা সে প্রশ্রয়!


ভালোবাসায় কাছে টানো

    দিয়ে দুটি চুম্বন,

দেখবে তারাই জীবন দেবে

    রাখতে তোমার সন্মান।


তাকে নিয়ে করো যদি

    বড়ো কোনো আশা,

দিয়ো তারে মনের থেকে

   স্নেহ-ভালোবাসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much