প্রতিশ্রুতি
এখনো ক্ষুধার্ত মানুষের ভিড়ে তোমার উপস্থিতি
শরীরের ওপর চড়ে শোনাচ্ছো বাসি প্রতিশ্রুতি।
তোমার মঞ্চের তলায় রোদহীন হলদেটে ঘাস।
অমূল্য কার্পেটে হারিয়েছে সহস্র মানুষের শ্বাস।
বিশাল সম্ভাবনায় লেগেছে আজ মড়কের ঘ্রাণ
ছেঁড়া পকেটের নীচে ধুঁকছে ভবিষ্যতের প্রাণ।
দুর্গন্ধের মতো শোনায় তোমার সমস্ত ভাষণ।
অজান্তে উধাও দেখো তোমার সাধের আসন।
তোমার উদ্ধৃত দৈব বাণী যেন ধ্বংসের পরিচয়
তোমার হাতের রেখায় লেখা আসন্ন পরাজয়।
দিকে দিকে ওই শোনা যায় সময়ের ভ্রুকুটি
ভাগাড়ে শকুনের মতো ওড়ে বাসি প্রতিশ্রুতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much