বলিষ্ঠতা
বলছিল বটে
সব করে দেবে
কিন্তু করে দেওয়ার মত
সবিশেষ বলিষ্ঠতা
হয়তো ছিল না
চেনা অচেনার
স্রোত পা্র হয়ে
অনন্ত জীবনে
পৌঁছনোর মত
কায়দা কানুন
হয়তো বা ছিল
তবু জানি
তেমন বলিষ্ঠতা
মোটেই ছিল না
যা দিয়ে জীবনের
একেবারে শেষ প্রান্তে
চলে যাওয়া যায় ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much