২৪ মার্চ ২০২১

রীনা ঘোষ




সমুদ্রকান্তা 



তুমি ছলাৎ ছলাৎ এগিয়ে চল খোঁপায় কাশফুল,

তুমি আগমনীর নতুন সাজে ছাপিয়ে দুই কূল।


তুমি ইছামতি ইচ্ছেপূরণ রাত রুপোলি জল,

তুমি সূর্য সাথে সোনার বরণ বইছো যে কলকল।


তুমি মেঘ মেদুরে ঝগড়া করে অম্বু ডাকো তাই,

তুমি টাপুর টুপুর অঙ্গে মাখো আগুন করো ছাই।


তুমি তন্বী তোমার চলার গতি সর্পিল বাঁকাপথ,

তুমি নিষ্পাপ সে পুষ্প সমান তোমার পবিত্র শপথ।


এই আকাশ জানে বাতাস জানে দৈব জানে সব,

ময়ূরপঙ্খী প্রাচীনতরু জানে তোমার কলরব।


তুমি যেমন খুশি তেমন সাজো নীল কালোয় সে 

ডুব,

সোনা রূপা ধুলার রঙেও মানায় তোমায় খুব।


সরিৎ তুমি মন্দাকিনী তোমার কল্লোলিনী মন,

সমুদ্রের কান্তা তুমি, তোমার বিস্তার ত্রিভুবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much