২৪ মার্চ ২০২১

তহিদুল ইসলাম





দারিদ্র



ঘরে সন্ধ্যা দেয়ার তেল নেই

দিনে প্রদীপ জ্বেলে আগুন পোহায়

একটা অভাব মিটলে,আরেকটা এসে পড়ে

বিয়ের পরে সুখ নাই

ঈশান কোণে মেঘ নিকষ কালো

চোখাঁধারি অন্ধকার,আসন্ন ঝড়ো হাওয়ায়

কটা মুদ্রা পর্ণের সাথে উড়ে এলো

কুঁড়ে ঘরের দেউড়িতে

আমি বেমুখ হয়ে দাঁড়িয়ে রইনু

স্নেহের একমাত্র মেয়ে , চোখের জলে

মহাজনের গাড়িতে গিয়ে উঠলো।

তারপর,মেঘ ডেকে বৃষ্টি নামলো।

ঘরদোর খাঁ,খাঁ করছে

ক'টা টাকা দিয়ে ক'টা দিনই বা চললো

ক'দিন হলো উনুনে  হাঁড়ি চড়েনি

টাকা!  বেচে দেবো ,সব বেচে দেবো

বৌ'য়ের হাটে বৌয়ের নিলাম

তোমরা,কে কত দিবে তার দাম?

পাড়ায় পাড়ায় কানাকানি

বাতাস এসে বলে গেল

শ্রাবণের জলেও মাটি শুকনো

ভিজার কোনো  লক্ষন নাই

চোতের আগুনে পুড়ে অঙ্গার কালো

ভালোবাসা বেচে দেবো

বেচে দেবো জ্বলন্ত পৃথিবীটাকে

সুখের সন্ধানে,

হাজার বছর পথ হাঁটবো

আরেকটা পৃথিবীর সন্ধানে

________________________

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much