প্রেমে পড়া বারণ
চোখের সামনেই হৃদয় যাচ্ছে পুড়ে,
কে জানে সে কথা আর আমি ছাড়া?
অথচ চোখে ছিলো পারিজাত স্বপ্নের ভিড়।
এতো যে ভালোবাসি সেই প্রিয় নদীটা ও
জানেনা এই হৃদয়ের খবর।
যে তোমাকে আমি ভালোবাসি সেই তুমিই
কী জানো কবে ঘটেছিল সেই হৃদয়ের
হত্যাকান্ড? হয়তো তুমিও জানো সে কথা!
তবুও বলে যাই এই নৃশংসতার কথা,
বিভৎস হৃদয়ের ক্ষতচিহৃ বুকে নিয়ে তবু
এখনো বেঁচে আছি, ভালবাসি বলে জীবন,
যদিও জানতাম প্রেমে পড়া বারণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much