সরে যাক ভয়
অজানা,অচেনা,অলীক
এই তিনেতেই যে রয়,
না-জানা, না-চেনা, কল্পিত,
সব ধরনের ভয়।
বিশেষ বিষয়ে অধিক চিন্তা,
দেহে আনে মানসিক অবসন্নতা,
ঘিরে ধরে হানির আশঙ্কা,
হয়ে পড়ি ভীত, সন্ত্রস্তা।
প্রাণী ভীত হয়ে পড়লে,
বাঁচার আশা যে, তার যায় চলে,
অন্ধকারের অক্টোপাস ঘিরে ধরে,
নীরব আর্তনাদে গুমরে মরে।
ভয়কে অবশ্যই করতে পরাজয়,
মানসিকভাবে সবল হতে হয়,
অশিক্ষা, কুসংস্কার,বহু প্রচৃলিত ধারণা নয়,
চাই যুক্তি,তর্ক বিশ্লেষণে;পর্যবেক্ষন ও সিদ্ধান্তগ্ৰহণ।
অজানাকে জানো, অচেনাকে চেনো,
অলীকের খোঁজো যথার্থতা,
বিজ্ঞানভিত্তিক প্রমানিত তথ্যেই,
ভয় সরবে,বাঁচবে বাস্তবতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much