বসন্তপলাশ
দেখ দেখি চোখ উঠিয়ে লজ্জা ভেঙে অমি প্রিয়া
রঙের খেলায় হৃদয় পুড়ায় এ কেমন তর হিয়া
জানো তুমি কি যে কখন আমার উলটো পালটা দাবি
প্রেমে পড়ে দিয়ে ছিলাম তোমায় হৃদয় পাড়ের চাবি
এই পরে আর ওই পরে সব বসন্তকাল এলেই
পাতার মতন তোমার প্রেমের আগুন জ্বালায় সেই
তোমার প্রেমের প্রশ্ন উত্তর হারিয়ে যাবার আগে
চোখ নদী কে জানতে চাইলেই তোমারই অনুরাগে
হারিয়ে যাওয়া ঝরাপাতা আবার উঠুক বেঁচে
বুকের ভেতর ভাঙছে পাথর একা ভালোবেসে
সাজিয়ে দিলাম মানিয়ে নিলাম পলাশ তিয়াস জুঁই
তোমার বুকে মাথা রেখে হাজার বাছর শুই
এই তো ছোট্ট স্বপ্ন আমার আর কি চেয়ে ছিলাম
মাথার মধ্যে যা কিছু সব হৃদয় দিয়ে দিলাম
তবুও আমায় ভাসিয়ে একলা কোথায় যে যাও রানি
দেখ চেয়ে সেই তোমার জন্য একা দাঁড়িয়ে আছি আমি
অথচ আজও গভীর ভাবের তুমিই অমর নারী
তোমার ভেতর দেখেতে পেতাম আমার বেঁচে থাকার বাড়ি
এখন তুমি অবাক প্রিয়া হারিয়ে গেলে কই
তাই তো লিখি তোমার কথা বেঁচে থাকার সই
এই গল্পের শেষ হবে না শেষ হবে না প্রেম
এ কবিতা পড়ছো যারাই জেনে যাও তার শেষ
আমি যাকে ডেকে ছিলেম আমার সর্বনাশে
বেশ কিছু দিন কাটিয়ে পালায় এই বসন্ত পলাশে
সুন্দর প্রকাশ
উত্তরমুছুনপলাশ তোমার অনেক গুন, বসন্ত এসে গেছে, আমরা সবাই প্রেমে মাতোয়ারা I দি পাড়ি অনেক দূর I ঠিকানা থাক পড়ে, চলো যাই পলাশের খোঁজে I পুরুলিয়ার পলাশ এতো কদর, আরণ্যক হোটেল থেকে বুজলাম তুমি আর আমি I
উত্তরমুছুন