প্রেয়সী
ব্যস্ত সারাটি বেলার মাঝে,
তোমার ঐ চোখ দুটি হৃদয়ে ভাসে,
আনমনে চেয়ে থাকি, তোমারি পানে;
চেতনায় অনুভবের ঘন্টা বাজে।
ডাকবে কখন তুমি,
আমায় কাছে,
হৃদয়ের আঙ্গিনায়,
সুর যে বাজে,
গোলাপি ঐ ঠোঁটের রাঙা হাসিতে,
দুচোখে যে আমার স্বপ্ন ভাসে।
কথার ঐ ফুলঝুরিতে,
কতোনা শব্দ আসে,
ভালোলাগার উপমাগুলো,
তোমার ঐ হৃদয়ে আছে।
হৃদয়ের এ শূন্যতায়,
তোমার ঐ পৃষ্ঠ ভাসে,
তোমাকে পেয়ে যে আমার,
প্রণয়ের তুষ্টি মেলে।
তুমি রবে চিরদিন,
আমার এ হৃদয়ো মাঝে,
তোমায় নিয়ে ফুল ফোটাবো,
বাগানের ঐ আস্তরণে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much