০৯ জানুয়ারী ২০২১

লুৎফুর রহমান চৌধুরী রাকিব ( ইংল্যান্ড )




চোখ ধাঁধানো গ্রামটি


চোখ ধাঁধানো গ্রাম

 আমার

দেখতে ভারী চমৎকার 

প্রতিটি বাড়ির উঠোন জুড়ে 

বইছে সোনালী ধানের জোয়ার।


নিখুঁত মায়া মমতায় ভরা

গ্রাম্য কৃষকের মনের দুয়ার 

একটু শান্তির ছোঁয়া পেতে

মন যেতে চায় বারেবার।


গ্রাম্য মায়ের হাতের পিঠা

কত যে মজাদার ----

তার চেয়েও বেশী মজা

করতে পান্তা ভাত আহার।


আহা কি অপরূপ ছিলো

গ্রামের প্রতিটি পথপ্রান্তর

কুয়াশার  ফুটে উঠতো

এক মায়াবী সাদা চাদর।


সারি সারি গাছ গাছালি 

দেখতে কত যে সুন্দর 

অপরূপ সৌন্দর্যে ঘেরা 

কাঁচা মাটির ঘর।


কারো মাঝে নেই ভেদাভেদ 

আপন কিংবা পর

ভালোবাসায় পরিপূর্ণ আজ

প্রতিটি মানুষের অন্তর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much